ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকার পথে মেডিক্যাল সরঞ্জামবাহী চীনা বিমান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৪, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকার পথে মেডিক্যাল সরঞ্জামবাহী চীনা বিমান

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে দেয়া চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার মেডিক্যাল সরঞ্জামবাহী বিমানটি রওয়ানা দিয়েছে।

এটি আজ দুপুর আড়াইটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে পারে।

ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস এই তথ্য  জানিয়েছে।

জানা গেছে, আলিবাবার পক্ষ থেকে দেওয়া এই চালানে রয়েছে ৩০ হাজার পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট এবং তিন লাখ মাস্ক। এর মধ্যে দুই লাখ ৭৫ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ৩০ হাজার এন৯৫ মাস্ক।

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রতিশ্রুত টেস্টিং কিটস এবং পিপিই নিয়ে দ্বিতীয় চালান বৃহস্পতিবার ঢাকায় আসে। চীন সরকারের বিশেষ এই সহায়তার মধ্যে ছিল ১০ হাজার টেস্টিং কিটস, ১৫ হাজার সার্জিক্যাল এনরেসপিরেটর, ডাক্তার ও নার্সদের ব্যবহারের ১০ হাজার পোশাক (পিপিই) এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।

এর আগে চীনা দূতাবাস বাংলাদেশকে পাঁচশর বেশি কোভিড-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে।



ঢাকা/হাসান/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়