ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুমেক হাসপাতালে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুমেক হাসপাতালে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল সোয়া ৯টায় রোগীটি মারা যান বলে নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ডাক্তার শৈলেন্দ্র নাথ বিশ্বাস।

মৃত ব্যক্তির নাম সুলতান শেখ (৭০)। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার আব্দুল গফুর শেখের পুত্র।

ডাক্তার শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, মৃত সুলতান শেখ করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি থাকলেও তিনি যক্ষা রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি ঢাকায় আইইডিসিআর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তারা জানিয়েছে তার নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত সুলতান শেখ যক্ষ্মা রোগী ছিলেন।  শুক্রবার তিনি যক্ষ্মা রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

প্রসঙ্গত, এর আগেও খুমেক হাসপাতালে মুস্তাহিদুর রহমান নামে এক রোগী মারা যান। তার করোনা উপসর্গ থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে, রোগীরা হাসপাতাল ত্যাগ করেন। কিন্তু পরবর্তীতে স্যাম্পল পরীক্ষায় তিনি করোনা আক্রান্ত ছিলেন না বলে রিপোর্ট আসে।

 

খুলনা/নূরুজ্জামান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়