ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১২ রিকশাচালকের খাবারের দায়িত্ব নিলেন এক দম্পতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১২ রিকশাচালকের খাবারের দায়িত্ব নিলেন এক দম্পতি

করোনাভাইরাসের কারণে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রাজধানীর ১২ রিকশাচালকের তিন বেলা খাবারের দায়িত্ব নিয়েছেন এক ব্যারিস্টার­-চিকিৎসক দম্পতি।

রোববার (২৯ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন ও তার স্ত্রী চিকিৎসক ডা. খাদিজা সিদ্দিকা এ দায়িত্ব নেন।

কমলাপুরের একটি গ্যারেজের মেসে গিয়ে ১২ জন রিকশাচালকের আপদকালীন সময়ে প্রতিদিন তিন বেলা খাবারের ব্যবস্থা করেন তারা।

ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ডা. খাদিজা এবং আমি করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঢাকার কমলাপুরে একটি গ্যারাজের ১২ জন রিকশাচালকের দৈনিক তিন বেলা খাদ্যসামগ্রী সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে আমাদের রিকশাচালক ভাইয়েরা এই খারাপ সময়ে তাদের উপার্জিত সামান্য অর্থ গ্রামে পাঠাতে পারবেন প্রিয়জনদের জন্য। আসুন আমরা সবাই এই খারাপ সময়ে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াই। আসুন সবাই এক সঙ্গে বাঁচি।

আব্দুল কাইয়মু লিটন রাইজিংবিডিকে বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী আজ সকালে রিকশাচালকদের মেসে গিয়ে তাদের ১২ জনের খাবারের দায়িত্ব নিয়েছি। যতদিন পরিস্থিতি উন্নতি না হয় ততদিন  এই ১২ জনের খাবারের সব খরচ আমরা বহন করবো। প্রয়োজনে পরিধি আরো বাড়ানো হবে।’

 

ঢাকা/মেহেদী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়