ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টোলারবাগে হাজার পরিবারকে খাবার দিলেন আতিকুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টোলারবাগে হাজার পরিবারকে খাবার দিলেন আতিকুল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন করা রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকায় ১ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২৯ মার্চ) মেয়র আতিকুল ইসলাম নিজ উদ্যোগে শুকনো খাবার বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১টি সাবান, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ৩টি করে মাস্ক দেওয়া হয়।

আতিকুল ইসলাম বলেছেন, ‘করোনার কারণে শহরের অনেক মানুষ কর্মহীন ও ঘরবন্দি আছেন। তাদের ঘরে খাবার নেই। আমি চাই, বিত্তবান মানুষরা তাদের সাহায্যে এগিয়ে আসুক। এই বিপর্যয়ের সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।’

এ সময় ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়