ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাসায় বসেই চিকিৎসাসেবা, বিএসএমএমইউ’র হেল্প লাইন চালু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসায় বসেই চিকিৎসাসেবা, বিএসএমএমইউ’র হেল্প লাইন চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোগীদের সুবিধার্থে মেডিসিন, সার্জারি, বক্ষব্যধিসহ বিভিন্ন বিভাগে হেল্প লাইন চালু করা হয়েছে।

বিএসএমএমইউর সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোগীরা জরুরি প্রয়োজনে মোবাইল নম্বরে কল করে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা নিতে পারবেন।

বিভাগ ও মোবাইল নম্বরসমূহ হলো- মেডিসিন বিভাগ- ০১৪০৬-৪২৬৪৩৭, ০১৪০৬-৪২৬৪৩৮, সার্জারি বিভাগ- ০১৪০৬-৪২৬৪৩৯, নাক, কান, গলা বিভাগ-০১৪০৬-৪২৬৪৪০, বক্ষব্যধি- ০১৪০৬-৪২৬৪৪১, অবস অ্যান্ড গাইনি- ০১৪০৬-৪২৬৪৪২, শিশু বিভাগ- ০১৯৮৪-৫১৯৫২৫, ০১৯৫১-৮২০৮৪৩।

এরমধ্যে শিশু বিভাগ থেকে নিজস্ব উদ্যোগে গত দু’ সপ্তাহ ধরে হেল্প লাইনের মাধ্যমে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। রোগীরা যাতে হাসপাতালে না এসেও চিকিৎসা সেবা নিতে পারেন সেজন্য এ ব্যবস্থা চালু করা হয়েছে।

বহির্বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ইন্টার মেডিসিন বিভাগ, জেনারেল অবস অ্যান্ড গাইনি বিভাগ, জেনারেল পেডিয়াট্রিক্স (শিশু) বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ ও ডেন্টালের সব বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্য সব বিভাগে গুরুতর অসুস্থ রোগীদের জন্য জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম চালু রয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত রোগীরা এ সেবা গ্রহণ করতে পারবেন।

জরুরি বিভাগসমূহের কার্যক্রম অব্যাহত: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জারি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগ, কার্ডিওলজি বিভাগ, অবস অ্যান্ড গাইনি বিভাগ, নবজাতক বিভাগে বিদম্যান জরুরি চিকিৎসাসেবা দেওয়া আগের মতো অব্যাহত রয়েছে।   

করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব পরিদর্শন: সোমবার (৩০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলাদেশ বেতার ভবনের দ্বিতীয় তলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য ল্যাব প্রতিষ্ঠার কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় এ বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।


ঢাকা/সাওন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়