ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা মোকাবিলায় ১ দিনের বেতন দিলেন বিজিবি সদস্যরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় ১ দিনের বেতন দিলেন বিজিবি সদস্যরা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব  মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সব স্তরের সদস্যরা।

সোমবার (৩০ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  রোববার (২৯ মার্চ) সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম ভিডিও  কনফারেন্সের মাধ্যমে বিজিবি'র সব স্তরের সদস্যদের পক্ষ থেকে ১ দিনের বেতনের সমপরিমাণ ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮০৩ টাকা ও বিজিবি'র কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দিয়েছেন।

এর আগে সেনাবাহিনী পক্ষ থেকেও একদিনের বেতনের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়।

 

ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়