ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাজ্যফেরত ৯ জন হজক্যাম্পে, বাকিরা হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাজ্যফেরত ৯ জন হজক্যাম্পে, বাকিরা হোম কোয়ারেন্টাইনে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক দুটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আরো ৭৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।  এর মধ্যে ৯ জনকে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  বাকিদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৬০ জনের যে ফ্লাইট এসেছিল সেখান থেকে ৯ জনকে আশকোনার হজক্যাম্প কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  আর সবমিলিয়ে এদিন আসা ৭৩ জনের মধ্যে বাকিদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এর আগে সকালে হিথ্রো বিমানবন্দর থেকে ৬০ জন ও ১৩ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক দুটি ফ্লাইট বাংলাদেশে আসে।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়