ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হতদরিদ্র ৮০০ জনকে নিত্যপণ্য দিলেন ডিএসসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হতদরিদ্র ৮০০ জনকে নিত্যপণ্য দিলেন ডিএসসিসি মেয়র

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন হতদরিদ্র আটশ জনকে নিত্যপ্রয়োজনীয় পণ‌্য দিয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর হাইকোর্ট মাজারের সামনে তিনি খাদ্যপণ‌্য বিতরণ করেন।

এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, সচিব মোস্তফা কামাল মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

নগরবাসীকে বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার আহবান জানিয়ে মেয়র বলেন, এ সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে  সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাই। 

একইসঙ্গে হতদরিদ্রদের মধ‌্যে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন মেয়র।


ঢাকা/আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়