ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীর অলিগলিতে জীবাণুনাশক স্প্রে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীর অলিগলিতে জীবাণুনাশক স্প্রে

অবশেষে রাজধানীর অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করেছে পুলিশ ও কয়েকটি বেসরকারি সংস্থা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে গাড়ি এবং হাতের সাহায্যে মেশিন দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়।

সরেজমিন দেখা যায়, বেসরকারি রেড ক্রিসেন্ট সোসাইটির কমর্ীরা হাত দিয়ে ও মেশিনের সাহায্যে মুগদা থানার বিভিন্ন অলিগলিতে ব্লিচিংযুক্ত পানি ছিটাচ্ছেন।  শুধু রাস্তায় নয়, মসজিদ বা অনেক বাড়ির ফাঁকা জায়গায়ও স্প্রে করা হচ্ছে।  এরমধ্যে থানায় পানি ছিটানোর গাড়িও কাজ করছিল।

সোসাইটির কর্মকর্তারা বলেন, রাজধানী ঢাকাসহ ৬৪ জেলায় এ কার্যক্রম আগে থেকে শুরু হলেও মঙ্গলবার থেকে অলিগলিতেও এ কাজ শুরু হয়েছে।  এজন্য ঢাকাতেই ৩০টি টিম কাজ করছে। যারা শুধুমাত্র এলাকার অলিগলিতেও এই জীবাণুনাশক স্প্রে করছে।

এর আগে রাজধানীবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সপ্তম দিনের মতো বিভিন্নস্থানে জীবাণুনাশক ওষুধ ছিটায় পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার তিলপাপাড়া, বাসাবো, গোড়ানসহ আশপাশের প্রধান সড়কে জীবাণুনাশক পানি গাড়ি দিয়ে ছেটানো হয়। প্রতিদিন ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিলের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানোর কাজ করছে।


ঢাকা/মাকসুদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়