ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাতারে অবৈধ শ্রমিকরাও পাবেন করোনার চিকিৎসা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাতারে অবৈধ শ্রমিকরাও পাবেন করোনার চিকিৎসা

এই মুহূর্তে বিশ্বের প্রায় প্রতিটি দেশ করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ এবং চিকিৎসা সেবার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।  মধ্যপ্রাচ্যের দেশ কাতারও বৈধ এবং অবৈধ সব ধরনের শ্রমিককে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছে।

দেশটির দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং এ বিষয়ে একটি জরুরি নোটিশে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতিতে যাদের কাতারের আইডির মেয়াদ শেষ হয়ে গেছে বা অন্য কোনো কারণে যারা অবৈধ হয়ে গেছেন, সেই সব কর্মীরা বিনামূল্যে কাতার হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারবেন।

এক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্যও দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়