ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টিকে থাকতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান নারী উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিকে থাকতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান নারী উদ্যোক্তারা

করোনাভাইরাসের সংক্রমণের প্রভাব কাটিয়ে উঠতে কম সুদে ঋণ চেয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছে নারী উদোক্তাদের সংগঠন উইমেন এন্ট্রারপ্রিনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড) ।

সংগঠটির প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এক খোলা চিঠিতে এ বিষয়টি তুলে ধরেন।

মঙ্গলবার গনমাধ্যমকে পাঠানো এ চিঠিতে ড. নাদিয়া বিনতে আমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে বলেন, এ সংকট মোকাবেলায় আপনি এবং আপনার সরকার জনগনকে সাথে নিয়ে যে বলিষ্ঠ নেতৃত্ব ও প্রজ্ঞা ইতোমধ্যে প্রদর্শন করেছেন, তা এক কথায় নজীরবিহীন।  ‘ওয়েন্ড’ হচ্ছে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তাদের একটি সংগঠন। আমরা নারী উদ্যোক্তারা আপনার সরকারের সহযোগিতায় ক্ষুদ্র পর্যায় থেকে ব্যাবসা করে আসছি। দেশের ৭৩ লক্ষ কর্মহীন নারীদের আত্মকর্মসংস্হান, দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে অবদান রেখে জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদানের চেষ্টা করে আসছে।’

তিনি বলেন, ‘আমরা একদিকে যেমন কোটি টাকার অর্থ বিনিয়োগ করতে পারি না, অন্যদিকে আর্থিক ক্ষতি হলে তা কাটিয়ে উঠতে কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাই না।  ইতোমধ্যে করোনাভাইরাসে আমাদের যে ব্যাবসায়িক ও আর্থিক ক্ষতি হয়েছে, তা সত্ত্বেও হয়তো চলতি পুঁজি থেকে মার্চ মাসের খরচ চালান সম্ভব হবে, কিন্তু ব্যবসার ভরা মৌসুম ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত  করোনার নেতিবাচক প্রভাবে আক্রান্ত হওয়ায় সরকারের সহযোগিতা ছাড়া আমাদের দৈনন্দিন খরচ ও ব্যাবসার কী অবস্থা হবে, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। আশঙ্কা করা হচ্ছে, এই ক্রান্তিকালে সরকারের সহযোগিতা না পেলে ৩০ থেকে ৪০ শতাংশ উদ্যোক্তা ঝরে যাবে।’

নিজেদের দাবি তুলে ধরে ওয়েন্ডের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা করোনাভাইরাসে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে ১ থেকে ২ শতাংশ সুদে (সহজ শর্তে) ঋণ চাই। এটা যদি এপ্রিল মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব হয়, তাহলে নারী উদ্যোক্তারা পায়ের নিচে মাটি খুঁজে পাবে। এই ক্রান্তিলগ্নে অবশ্যই নারী উদ্যোক্তাদের একটি ফান্ড প্রয়োজন। নারী উদ্যোক্তারা যেন তাদের ব্যবসা ও কারখানা চালু রাখতে পারেন।’


ঢাকা/হাসিবুল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়