ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অবশেষে হচ্ছে সেই হাসপাতাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০০, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে হচ্ছে সেই হাসপাতাল

আকিজের হাসপাতাল (শাহিন ভুঁইয়া)

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে আকিজ গ্রুপ। স্থানীয়দের বাধার মুখে হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে সে বাধা কেটেছে। ওই হাসপাতাল তৈরিতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘এখানে যে হাসপাতাল হবে, তার কাগজপত্র আমরা কর্তৃপক্ষের কাছে দেখতে চেয়েছি। তারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের কাগজপত্র দেখিয়েছে। জনগণের স্বার্থে হাসপাতাল নির্মাণে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।’

তেজগাঁওয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আকিজ গ্রুপের প্রায় দুই বিঘা জমি খালি আছে। সেখানে এ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিছুদিন নির্মাণকাজ চলার পর তা বন্ধ হয়ে যায়।

সেখানকার নিরাপত্তা প্রহরী মোফাজ্জল হোসেন বলেন, ‘এখানে হাসপাতাল নির্মাণ হবে। কিন্তু শ্রমিক সংকট বা নির্মাণ উপকরণের দোকান খোলা না থাকায় আপাতত কাজ বন্ধ আছে। শিগগিরই হাসপাতাল নির্মাণের কাজ পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।’

স্থানীয় কাউন্সিলর শফিউল্লহ শফিক বলেন, ‘হাসপাতাল হলে এলাকার লোকজনের সুবিধা। চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। এখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল করা হবে না কি অন্য কিছু, তা নির্মাণ হলেই বোঝা যাবে।’

হাসপাতাল যেন না হয়, এজন্য আপনি লোকজন নিয়ে বাধা দিয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে শফিক বলেন, ‘প্রশ্নই আসে না। তাহলে আমি কী করে বলছি হাসপাতাল হওয়ার কথা।?’

স্থানীয় বাসিন্দা হেদায়েত উল্লাহ বলেন, ‘এখানে করোনা রোগীদের জন্য হাসপাতাল হলে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেননা, এটি ছোঁয়াচে রোগ। তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে এ ধরনের হাসপাতাল হবে না।’

স্থানীয়দের অনেকেই এখানে হাসপাতাল করার পক্ষে মত দিলেও তা যেন করোনা রোগীদের জন্য না হয়, সে দাবি তোলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতাল নির্মাণ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেটি প্রশমিত করতে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমঝোতা বৈঠক হয়। এর পর এখানে হাসপাতাল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

৩০১ শয্যার এ হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘হাসপাতালটা হওয়ার জরুরি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এর কোনো বিকল্প নেই। এখানে করোনা রোগীর চিকিৎসার নামে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।’

 

ঢাকা/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়