ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রংপুরে ২০০ জনকে সাত দিনের খাবার দিল র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে ২০০ জনকে সাত দিনের খাবার দিল র‌্যাব

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাব। তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে সংস্থাটি।

বুধবার (১ এপ্রিল) বিকেলে র‌্যাব হেডকোয়ার্টার্স থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে দেশের জনজীবন বিপর্যস্ত।  এই মহামারির ভয়াল কষাঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া, কর্মহীন ও অসহায় মানুষ। দেশের এমন দুর্যোগ মুহূর্তে অত্র এলাকার নিম্ন  আয়ের মানুষের পাশে যথাসাধ্য মানবিক সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছে র‌্যাব।

তারই অংশ হিসেবে বুধবার সকালে রংপুর জেলার ডিসির মোড় এলাকায় প্রায় দুই শতাধিক কর্মহীন, অসহায় এবং গরিব মানুষের মাঝে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ ও একটি সাবান দিয়ে প্রতিজনকে সাতদিনের দিনের খাবার বিতরণ করা হয়।


ঢাকা/মাকসুদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়