ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিত্যপণ্যে দাম স্থিতিশীল রাখতে বাজারে অভিযান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিত্যপণ্যে দাম স্থিতিশীল রাখতে বাজারে অভিযান

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক, স্থিতিশীল এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে রাজধানীর রাজধানীর কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। 

তিনি জানান, করোনাভাইরাসের মহামারির এ বিশেষ সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে করোনা আতঙ্ককে সুযোগ করে বাড়তি মুনাফা থেকে বিরত থাকার জন্য হ্যান্ড মাইকে আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি মূল্য তালিকা যেন দোকানের দৃশ্যমান জায়গায় রাখা হয় সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

দুপুর পর্যন্ত অভিযানে জরিমানার খবর পাওয়া যায়নি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান আব্দুল জব্বার মণ্ডল। 

 

ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়