ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মার্কিন নাগরিকদের জন্য আরও একটি বিশেষ ফ্লাইট

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্কিন নাগরিকদের জন্য আরও একটি বিশেষ ফ্লাইট

করোনাভাইরাসের কারণে দীর্ঘমেয়াদী প্রভাবের আশঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকেরা। প্রথম দফায় ২৬৯ জন ফিরে যাওয়ার পর দেশটির অবশিষ্ট নাগরিকদের জন্য দ্বিতীয় দফায় আরও একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক যারা ফিরে যেতে আগ্রহী, তাদের বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টার মধ্যে দূতাবাসে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।

এজন্য দূতাবাসের পক্ষ থেকে রেজিস্ট্রেশনের জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

বিমান চলাচল বন্ধ থাকায় এর আগে যুক্তরাষ্ট্রের ২৬৯ জন নাগরিক গত ৩০ মার্চ সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ প্লেনে ঢাকা ত্যাগ করেন।


ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়