ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোহরাওয়ার্দীতে করোনার লক্ষণ নিয়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোহরাওয়ার্দীতে করোনার লক্ষণ নিয়ে ২ জনের মৃত্যু

ফাইল ফটো

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে দুই ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, মঙ্গলবার ও বুধবার এ দুজন মারা যান। তারা সর্দি, কাশি, জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন।

তিনি বলেন, মারা যাওয়া দুজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার যিনি মারা যান তার রিপোর্ট নেগেটিভ এসেছে।  বুধবারে মারা যাওয়া ব্যক্তির রিপোর্ট এখনো আসেনি।

এদিকে করোনাভাইরাসে দেশে নতুন করে আরো দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়