ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রবাসীদের সহযোগিতার জন্য রাষ্ট্রদূত, হাইকমিশনারদের চিঠি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রবাসীদের সহযোগিতার জন্য রাষ্ট্রদূত, হাইকমিশনারদের চিঠি

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি প্রবাসীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রদূত, হাইকমিশনারদের চিঠি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বুধবার (০১ এপ্রিল) একটি আধা সরকারি চিঠি বা ডিও লেটার পাঠিয়েছেন।

মন্ত্রী চিঠিতে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের মাধ‌্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মী ও ডায়াস্পোরার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছেন।

মন্ত্রী বলেছেন, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনের যৌক্তিক চাহিদা অনুযায়ী সেখানকার বাংলাদেশি কর্মীদের জরুরি প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাঠানো হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

একই চিঠিতে বর্তমান সময় এবং করোনাভাইরাস পরবতর্ী সময়ে বাংলাদেশি কর্মীদের জন্য কী কী কার্যক্রম নেওয়া যেতে পারে সে সম্পর্কে একটি সুপারিশমালা প্রেরণের জন্য মন্ত্রী তাদেরকে অনুরোধ জানিয়েছেন।


ঢাকা/ হাসিবুল/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়