ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঢামেকে ৯ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেকে ৯ জনের নমুনা সংগ্রহ

করোনাভাইরাস সন্দেহে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নয়জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঢামেক হাসপাতালের ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধার অধ্যাপক ড. সুলাতানা শাহানা বানু বলেন, ‘আজ নয়জনের নমুনা সংগ্রহ করে আমাদের ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। চার ঘণ্টার মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব। ফলাফল পরিচালকের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।

জানা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদদের মধ্যে যাদের করোনার লক্ষণ-উপসর্গ রয়েছে ও আউটডোরে যেসব রোগীকে চিকিৎসক মনে করবেন তার করোনা পরীক্ষা দরকার শুধু তাদের পরীক্ষা করছে ঢামেক। সম্পূর্ণ বিনামূল্যে ঢামেকে এ পরীক্ষা কার্যক্রম চালানো হচ্ছে গত বৃহস্পতিবার থেকে।   

 

ঢাকা/নূর /বুলবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়