ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকায় ফিরছেন মানুষ, কড়া বার্তা পুলিশের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় ফিরছেন মানুষ, কড়া বার্তা পুলিশের

চাকরি বাঁচাতে ঢাকামুখী মানুষের জন স্রোত নেমেছে বিভিন্ন হাইওয়েতে।  তাদের বিরুদ্ধে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

শনিবার (৪ এপ্রিল) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘আমরা করোনাভাইরাস বিষয়টি মানুষকে বুঝিয়ে সচেতন করছি।  তারা যেন ঘর থেকে বের না হয়।  তারপরও যদি তারা এভাবে বের হন, সেক্ষেত্রে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।  ইতিমধ্যে হাইওয়ে পুলিশকে এ বিষয়ে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে।’

হাইওয়ে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা ময়মনসিংহ জৈন্তাপুর রোড, মাদারীপুর সড়কসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থানে অনেককে বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে।  এখন পণ্যবাহী যান যেন চলতে না পারে—সেজন্য মাওয়া দৌলোদিয়া ঘাটসহ  বিভিন্ন নৌপথ এবং মহাসড়কগুলোর পথে পথে পুলিশের টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে।  মানুষকে বোঝানো হচ্ছে।  যদি তারা না শোনেন তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  ইতিমধ্যেই বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

** জীবিকার টানে জীবন বাজি

** হেঁটে ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিক, বাড়ছে করোনা ঝুঁকি

** শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

** শিল্প কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গাজীপুরে ফিরছেন

** বরিশাল থেকে ঢাকায় ফিরতে সড়কে ভিড়

** হেঁটেই ঢাকায় চলেছেন গার্মেন্টস শ্রমিকরা




মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়