ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজে সব মানুষ সুবিধা পাবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজে সব মানুষ সুবিধা পাবে’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্বারা সব শ্রেণি-পেশার মানুষ সুবিধা পাবে।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। সে সময় উপস্থিত থেকে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের আওতায় কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতীসহ সব পেশার মানুষকে আনা হবে। সবাই এর সুফল ভোগ করতে পারবে।’

করোনাভাইরাস দেশের অর্থনীতির ওপর কিছুটা প্রভাব ফেলবে জানিয়ে তিনি বলেন, ‘তবে এর প্রভাবে অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এটা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।'

মুস্তফা কামাল বলেন, 'করোনা মহামারিতে সারা বিশ্ব আজ আক্রান্ত। শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের অর্থনীতির ওপর এর প্রভাব রয়েছে। তাছাড়া, এখন বিশ্বের এক প্রান্তে কিছু ঘটলে তা অপর প্রান্তের মানুষের ওপর প্রভাব ফেলে। তাই বাংলাদেশের অর্থনীতির ওপরও এটি প্রভাব ফেলবে। তবে আমরা দেশের সাধারণ মানুষের পাশে আছি।’

অর্থমন্ত্রী বলেন, 'গত মাসেও আমাদের ৮ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি ছিল। রপ্তানি খাত বিশেষ করে রেমিট্যান্স থেকে আমাদের প্রবৃদ্ধির একটি বড় অংশ আসে। এবার করোনার কারণে কিছুটা কমলেও অপরাপর দেশের থেকে আমরা ভালো অবস্থানে থাকব।'

 

ঢাকা/ হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়