ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সামাজিক অপরাধ কমেছে, তবু সতর্ক পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামাজিক অপরাধ কমেছে, তবু সতর্ক পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে অনেকেই এখন ঘরবন্দি। জনসমাগম ও গণপরিবহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বাইরে লোকজনের উপস্থিতি কম থাকায় কমেছে ছিনতাই ও ধর্ষণের মতো সামাজিক অপরাধ। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘মানুষ এখন সব কাজ বাদ দিয়ে ঘরে অবস্থান করছেন। ফলে অপরাধ কমেছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে।’

পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘এ সময় ধর্ষণের মতো অপরাধ অনেক কম হবে। কেননা, মানুষ ঘরে থাকছে। পরিবার-পরিজনকে সময় দিচ্ছে। তবে অন্য সব অপরাধ হতে পারে অভাবের কারণে। এ কারণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে।’

রোববার (৫ এপ্রিল) সকালে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ রাইজিংবিডিকে বলেন, ‘গত মার্চ মাসে একটিমাত্র ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। অথচ অন্য দিনগুলোতে এ সংখ্যা অনেক বেশি হতো।’

কাফরুল থানার পুলিশ সদস্যরা জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতনের খবর পেলেও ধর্ষণের ঘটনা নেই বললেই চলে।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া বলেন, ‘করোনা নিয়ে কাজ করলেও সামাজিক অপরাধের দিকেও খেয়াল রাখছি। তবে এ সময় অপরাধ অনেক কমেছে। গত মাসে দুটি ধর্ষণের রেকর্ড করা হয়েছে।’

পুলিশ সদর দপ্তরের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত মার্চ মাসে রাজধানী ঢাকাসহ সারা দেশে হাতেগোনা ৮-১০টি ধর্ষণের ঘটনা ঘটলেও তা অন্য সময়ের তুলনায় অনেক কম।

পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘অন্য বছরের এ সময়ের তুলনায় অপরাধ অনেক কম। ধর্ষণ বা সামাজিক অপরাধ যেন বাড়তে না বাড়ে, সেজন্য পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’


ঢাকা/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়