ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাস্তায় জীবাণুনাশক ছিটাচ্ছে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস্তায় জীবাণুনাশক ছিটাচ্ছে পুলিশ

করোনাভাইরাস থেকে ঢাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাজধানীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানায়, প্রতিদিন দুবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। শুধু প্রধান রাস্তাই নয়, অলিগলির রাস্তায়ও ওষুধ দেওয়া হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে রাজধানীর গুলশানের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানোর কাজ শুরু করেছে পুলিশ। বিকেলেও ওই এলাকায় ছিটানো হবে বলে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গ, ২৫ মার্চ থেকে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রতিদিন ডিএমপির ৮টি ওয়াটার ক্যাননে রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল এলাকায় ওষুধ ছিটাতে পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন।


ঢাকা/মাকসুদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়