ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘প্রধান সড়কে নয়, মহল্লার রাস্তায় ঘুরছে মানুষ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রধান সড়কে নয়, মহল্লার রাস্তায় ঘুরছে মানুষ’

করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীতে লকডাউন চলছে। নগরবাসীকে বাসায় থাকার জন্য বলা হচ্ছে বিভিন্নভাবে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থান নিয়েছেন নগরবাসীকে ঘরে রাখার জন্য। কিন্তু এই নিয়ম অনেকেই মানছেন না।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে রাজধানীর জিগাতলা, ধানমন্ডি ১৫ নম্বর বাসস্ট্যান্ড, শঙ্কর, মোহাম্মদপুর এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

এই সকল এলাকার প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে অবস্থান নেওয়ার ফলে প্রধান সড়কে খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ যাচ্ছেন না। তবে মহল্লার রাস্তায় সকাল থেকে কিছু সংখ্যক মানুষ চলাফেরা করছেন। অনেকে প্রয়োজনে আবার অনেকে প্রয়োজন ছাড়া।
রাজধানীর ১৫ নম্বর স্টাফ কোয়ার্টার এলাকায় দেখা গেছে, তিন চারজন মিলে কথা বলছেন দাঁড়িয়ে। তারা করোনাভাইরাস নিয়ে কথা বলছেন কিন্তু নিজেরা সতর্ক হচ্ছেন না।

কথা হয় এক মুদি দোকানদার মোহাম্মদ জাহিদ হোসেনের সঙ্গে।

তিনি বলেন, ‘আমি সকাল থেকে দোকানে থাকি। দোকানের সামনে দিয়ে অনেকেই আসা যাওয়া করেন। অনেকে কিছু কেনাকাটা করতে আসেন আবার অনেকে হাঁটাহাঁটি করতে বের হয় রাস্তায়। আবার অনেককে অযথা গল্প করতেও দেখা যায়।’

কথা হয় এক পথচারী বিল্লাল হোসেনের সঙ্গে।

তিনি বলেন, ‘সারাক্ষণ বাসায় বসে থাকতে ভালো লাগে না। গত কয়েকদিন ধরে ঘরবন্দি রয়েছি। আজ একটু বের হলাম বাইরের কী অবস্থা সেটা দেখার জন্য।’

করোনাভাইরাসের কারণে সরকার সবাইকে বাসায় থাকতে বলেছেন। তারপরেও কেন বের হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমাদের সবার উচিত বাসায় থাকা। কিন্তু এটাওতো বুঝতে হবে একটা মানুষ কতক্ষণ বাসায় থাকতে পারে। তবে বাসার বাইরে বের হলে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে বের হতে হবে। আমিও তাই করেছি।’

কথা হয় ধানমন্ডি আবাহনী মাঠসংলগ্ন দায়িত্বে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ হান্নান হোসেনের সঙ্গে তিনি বলেন, ‘আমরা এই এলাকায় খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছি। কেউ যদি প্রয়োজন ছাড়া বের হয় তাহলে তাৎক্ষণিক তাকে বাসায় পাঠিয়ে দিচ্ছি।’

তিনি বলেন, ‘মানুষ আসলে অনেক চালাক। আমরা প্রধান সড়কে অবস্থান নিয়েছি বলে মহল্লার রাস্তায় বের হয়ে ঘোরাঘুরি করে। আবার আমরা যখন মহল্লার রাস্তায় টহল দিতে যাই তখন আমাদের দেখে সবাই বাসায় ঢুকে যায়। আমরা চলে গেলে আবার বের হয়। এমন করলে কীভাবে সবাই নিরাপদে থাকবে। আমরা চাই সবাই নিরাপদে থাকুক। তাই সবার কাছে আবেদন আপনারা বাসায় থাকুন। নিজে করোনা মুক্ত থাকুন অন্যকে করোনা মুক্ত রাখুন।’


ঢাকা/হাসিবুল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়