ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এক দিনের বেতন দিলো কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক দিনের বেতন দিলো কোস্টগার্ড

করোনাভাইরাস মোকাবিলায় সর্বস্তরের সদস্যদের এক দিনের সমপরিমাণ বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৬ এপ্রিল) কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বাংলাদশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল এম আশরাফুল হক প্রধানমন্ত্রীর মুখ্য সচবি ড. আহমদ কায়কাউসের কাছে করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন।

এ সময় মহাপরিচালক করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদশে কোস্ট গার্ডের নেওয়া পদক্ষেপগুলো জানান। সরকাররে নির্দেশনা অনুযায়ী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সব সদস্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

 

ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়