ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুদক পরিচালকের দাফন সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুদক পরিচালকের দাফন সম্পন্ন

করোনাভাইরাসের সংক্রমণে মারা যাওয়া দুর্নীতি দমন কমিশনের পরিচালকের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসক ডা. সাব্বির আহমেদ জানান, তিনি সপ্তাহখানেক আগে এসেছেন। তখনই তার কোভিড-১৯ পজিটিভ ছিল। এক দিন পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পাঁচ দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। আজ ভোরে মারা গেছেন তিনি।

দুদকের ওই পরিচালক বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ২০১৬ সালে প্রেষণে দুদকের পরিচালক হিসেবে যোগ দেন। মৃত্যুকালে স্ত্রী,  এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।


ঢাকা/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়