ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৯০ লাখ পরিবহন শ্রমিকের পাশে দাঁড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯০ লাখ পরিবহন শ্রমিকের পাশে দাঁড়ানোর আহ্বান

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মধ্যে কর্মহীন হয়ে পড়া সড়ক ও নৌ-পরিবহনের ৯০ লাখ শ্রমিকের পাশে মালিক ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের দাঁড়াতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (০৭ এপ্রিল) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এতে মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ২৬ মার্চ দেশে পরিবহন বন্ধ হওয়ার পর থেকে ৭০ লাখ সড়ক পরিবহনের চালক-শ্রমিক ও ২০ লাখ নৌ-পরিবহন শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। আমাদের দেশের সড়ক ও নৌ-যোগাযোগ সেক্টরে সঠিক বেতন কাঠামো কার্যকর না থাকায় প্রায় ৯৮ শতাংশ পরিবহন শ্রমিক দৈনিক মজুরি বা ট্রিপভিত্তিক চাকরি করে থাকে। তাই তারা দৈনিক শ্রমিকের মতো দিনে আনে দিনে খায় ভিত্তিতে এই সেক্টরে কাজ করে থাকে। দীর্ঘদিন ধরে পরিবহন বন্ধ থাকায় তাদের আয় রোজগার বন্ধ হয়ে পড়ার কারণে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

মানবিক বিবেচনায় সাহায্য নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়াতে স্ব-স্ব পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর কাছে জোর দাবি জানান তিনি।

 

ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়