ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা মোকাবিলায় বাপার ৬ দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় বাপার ৬ দাবি

করোনাভাইরাস মোকাবিলায় সুনির্দিষ্ট ছয়টি দাবি তুলে ধরেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বাপা’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো:

দীর্ঘ লকডাউন ও কারফিউ জারি করেই মানুষ বাঁচানোর কাজ চালিয়ে যেতে হবে। এ বিষয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় কাজটি সম্পন্ন করে প্রধানমন্ত্রীর অনমনীয় সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

গণমাধ্যমের খবর দেখে মনে হয়, কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত সব দরিদ্র মানুষের কাছে প্রয়োজনমত সরকারি ত্রাণ এখনও পৌঁছেনি। এ বিষয়ে সরকারি ব্যবস্থাপনায় ত্রাণ পৌঁছে দিতে হবে।

সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে করোনা রোগী শনাক্তকরণের জন্য দ্রুত আরটি-পিসিআর টেস্ট কিট সরবরাহ করতে হবে। টেস্ট কার্যক্রম আরো ব্যাপক করতে হবে।

যারা সরাসরি করোনা রোগীর চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত হয়ে করোনায় আক্রান্ত হবেন, তাদের চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।

সব হাসপাতাল ও জেলা হাসপাতালে সংকটাপন্ন রোগীর চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে আইসিইউ এর ব্যবস্থা করতে হবে।

আইসিইউযুক্ত সব বেসরকারি হাসপাতালকে সরকারি সেবা নেটওয়ার্কে যুক্ত করতে হবে।


ঢাকা/ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়