ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজধানীতে নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজধানীর গুলশান ও আমেরিকান দূতাবাস সংলগ্ন কূটনৈতিক এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (০৭ এপ্রিল) নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এ সকল কার্যক্রম পরিচালনা করে।  এসময় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানসহ (ফারুক) সহ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নৌবাহিনী রাজধানীর ভাষানটেক এলাকায় দুঃস্থ ও আসহায় ৫০০ পরিবারের মাঝে চাল-৭ কেজি, ডাল-২.৫ কেজি, তৈল-২.৫ কেজি, চিনি-১ কেজি, আলু- ৫ কেজি, লবণ-১ কেজি, সাবান- ৬টি ও মাস্ক-৪টিসহ ত্রাণ সামগ্রী বিতরণ করে।

এছাড়া নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরী করতে নানা পরামর্শ প্রদান করছে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগণের সঙ্গে একাত্ম হয়ে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।

দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।


ঢাকা/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়