ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শ্রমিক ছাঁটাই না করার নির্দেশ বাণিজ‌্যমন্ত্রীর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিক ছাঁটাই না করার নির্দেশ বাণিজ‌্যমন্ত্রীর

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে কারখানা বন্ধ থাকলেও কোনো শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

একইসঙ্গে শ্রমিকদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করার জন‌্য শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে তিনি।

মঙ্গলবার (০৭ এপ্রিল) কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানান বাণিজ‌্যমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।


ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়