ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢামেকে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেকে ২ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু'জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) করোনা সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ঢামেক সূত্রে জানা গেছে, পেটে ব্যাথাসহ অন্যান্য সমস্যায় নারায়ণগঞ্জ থেকে এক যুববকে তার পরিবার ঢামেকে নিয়ে আসে। তাকে ২১৯ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার (৭ এপ্রিল) করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে। পরে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে তিনি মারা যান।

অপরদিকে গত দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঠান্ডাজ্বরের সমস্যার জন্য এক ব্যক্তিকে ঢামেকে নিয়ে আসে তার পরিবার। মঙ্গলবার দিনে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। পরে রাত ৯টার দিকে তিনি মারা যান। এ নিয়ে গত কয়েকদিনে ঢামেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা তিনজনের মৃত্যু হলো।

ঢামেক হাসপাতাল নতুন ভবনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন জানান, মৃতদের মধ্যে একজন প্রথমে সার্জারি বিভাগে ভর্তি ছিলেন। সেখান থেকে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। তার শ্বাসকষ্টসহ করোনাভাইরাস উপসর্গ ছিল। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।



ঢাকা/মাকসুদ/সাওন/বুলবুল/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়