ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাজেদের থেকে তথ্য বের করার দাবি নাসিমের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাজেদের থেকে তথ্য বের করার দাবি নাসিমের

বঙ্গবন্ধু পরিবার হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া আবদুল মাজেদের ফাঁসির দণ্ড কার্যকর করার আগে তাকে জিজ্ঞেসাবাদ করে তথ্য বের করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এই দাবি জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ‘করোনা ভাইরাসের মহামারির মধ্যে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনি পলাতক আবদুল মাজেদের গ্রেপ্তার স্বস্তির সংবাদ বয়ে এনেছে দেশবাসীর কাছে। আমরা আশ্বস্ত হয়েছি যে, এই জঘন্য খুনিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এজন্য তাদের ধন্যবাদ জানাই।’

“এই খুনি শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, জেলখানার মধ্যে ঢুকে চার নেতাদের হত্যায় অংশ নিয়েছে। এই খুনিকে আরো জিজ্ঞেসাবাদ করা প্রয়োজন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং সংশ্লিষ্টদের অনুরোধ করবো, দণ্ড কার্যকরের আগে এই খুনিকে জিজ্ঞেসাবাদ করতে হবে। তাহলে বেরিয়ে আসবে এসব ঘটনায় কারা জড়িত এবং জেলখানায় হত্যার নির্দেশ কে বা কারা দিয়েছিলো, এই দায়িত্ব কাদের ছিলো।”

আবদুল মাজেদকে জিজ্ঞেসাবাদ করলে অনেক কিছু নতুনভাবে উন্মেচন হবে মন্তব্য করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘যারা বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে নৃশংস হত্যাকাণ্ড করেছে সেসব নেপথ্যের খলনায়কদের বের করা দরকার। তাকে জিজ্ঞেসাবাদ করলেই অনেক কিছু বের হয়ে যাবে। বাকি খুনিরা কোথায় পালিয়ে আছে সেটি জানা সম্ভব হবে।’

**

 

পারভেজ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়