ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জার্মান নাগরিকরাও ঢাকা ছাড়ছেন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জার্মান নাগরিকরাও ঢাকা ছাড়ছেন

প্রতীকী ছবি

করোনাভাইরাসের দীর্ঘমেয়াদি প্রভাবের আশঙ্কায় এরইমধ্যে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন বিভিন্ন দেশের নাগরিকরা।  তারই অংশ হিসেবে এবার ফিরে যাবেন বাংলাদেশে অবস্থানরত জার্মান নাগরিকরা।

ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রথমবারের মতো জার্মান নাগরিকরা ঢাকা ছাড়ছেন।

জানা গেছে, নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার (১০ এপ্রিল) ভোরে তারা জার্মানির ফ্র্যাঙ্কফুট বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।  এর মধ্যে থাকবেন দেশটির নাগরিক, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা।

তবে কতজন জার্মান নাগরিক ঢাকা ছাড়ছেন তা দূতাবাস জানায়নি।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, শুক্রবার সকালে সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জার্মানি যাওয়ার সময় একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করবে। ওই ফ্লাইটের ফাঁকা সিটগুলোতে বাংলাদেশ থেকে জার্মান নাগরিকরা যাবেন। তবে ঢাকায় কেউ প্লেন থেকে নামতে পারবেন না, অন্য দেশের নাগরিকরাও এতে আরোহন করতে পারবেন না।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়