ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি করোনায় আক্রান্ত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় করোনাভাইরাসে ১২ বাংলাদেশিসহ ৪১৬ অভিবাসী আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশিদের মধ্যে বাংলাদেশের ১২ জনসহ ৪১৬ জনকে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার ৫১ জন, ভারতের ৩৭ জন, মিয়ানমারের ৩১ জন, পাকিস্তানের ২৯ জন, ফিলিপাইনের ২ জন, চীনের ২৫ জন।  বাকিরা অন‌্য দেশের নাগরিক।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শরণার্থী ও আশ্রয়প্রার্থীরা যাতে সরকার পরিচালিত প্রতিরোধমূলক কার্যক্রমের আওতাভুক্ত হয় তা নিশ্চিত করতে মন্ত্রণালয় জাতিসংঘের শরণার্থী হাইকমিশনের (ইউএনএইচসিআর) সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়