ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বার্ন ইউনিটের রোগীদের স্থানান্তর করতে যাচ্ছে ঢামেক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্ন ইউনিটের রোগীদের স্থানান্তর করতে যাচ্ছে ঢামেক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের রোগীদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করতে যাচ্ছে কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার আমাদের একটি বৈঠক হবে। সেখানে সিদ্ধান্ত হলেই আমরা রোগীদের স্থানান্তরের ব্যবস্থা করব।’

ঢামেক বার্ন ইউনিটে করোনা ইউনিট করার জন্য রোগী স্থানান্তর করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।করোনার জন্য স্থানান্তর করা হচ্ছে না।’

২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্বোধন করেন। ৫০০ শয্যা, ৫০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট, ১২টি অপারেশন থিয়েটার বিশিষ্ট এ ইনস্টিটিউট বিশ্বের বৃহত্তম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বলে মনে করা হয়।


ঢাকা/নূর/সাওন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়