ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেই ট্রেনে সাধারণ যাত্রী ছিল কি না, দেখবে মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই ট্রেনে সাধারণ যাত্রী ছিল কি না, দেখবে মন্ত্রণালয়

রেলওয়ে স্টেশনের স্টাফদের বেতনের টাকা নিয়ে ঢাকা থেকে মাত্র দুটি কোচ সংযুক্ত করে ট্রেনে কয়েকজন স্টাফ যাওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ উঠেছে, সেই ট্রেনে ৫০ জনের বেশি যাত্রী ছিল। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী নূরুল ইসলাম সূজন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মন্ত্রী রাইজিংবিডিকে বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

অভিযোগ উঠেছে, বেতনের টাকা আনার অজুহাতে দু’টি কোচে করে ঢাকা থেকে ট্রেনটি যায়। এ সময় রেলওয়েতে কর্মরত লোকজন ও নিরাপত্তারক্ষীদের সহায়তায় আন্তঃনগর ট্রেনের ২টি কোচে করে যাত্রীদের বহন করা হয়। যাত্রীদের কাছ থেকে ভাড়া হিসেবে টাকা নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

ট্রেনটি ঢাকা থেকে সকালে ছেড়া যায়, শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ৫০ জনের বেশি যাত্রী নিয়ে সিলেটে পৌঁছায়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বর্তমানে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।



ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়