ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় জানাজা

‘ইউএনওর দোষ নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ১৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ইউএনওর দোষ নেই’

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুবায়ের আহমেদ আনসারির জানাজায় বিপুল জনসমাগমের ঘটনায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কোনো দোষ ছিল না বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

রোববার (১৯ এপ্রিল) রাইজিংবিডিকে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার কোনো গাফলতি নেই। উপজেলা প্রশাসন আগ থেকেই স্থানীয় পুলিশকে যা যা বলার দরকার ছিল তা বলেছিল। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা শেষ পর্যন্ত সেটি নিয়ন্ত্রণ করতে পারেনি। এ ঘটনায় যদি ইউএনওর কথা আসে, আমি বলব, আমার ইউএনওর কোনো দোষ নেই।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যখন সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, তখন জানাজায় বিপুল লোকসমাগমের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। দেশ-বিদেশের গণমাধ্যমে এ ঘটনার খবর প্রকাশ ও প্রচারিত হয়েছে। মাঠ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন মানুষ।

এ ঘটনার জের ধরে ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি ও সার্কেল এএসপিকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

এদিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘মানুষ বোধসম্পন্ন হলে বোঝানো সম্ভব, বোধহারা হলে কিছুই করার নেই। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু জানাজায় শরিক হওয়া থেকে মানুষকে বিরত রাখা সম্ভব হয়নি। মাওলানা জুবায়ের আহমেদ আনসারির জানাজায় মানুষের অংশগ্রহণ সীমিত রাখার চেষ্টা করা হয়েছিল। এমনকি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু কাজ হয়নি।’

তিনি বলেন, ‘ডিসি বা এসপি অফিসে কতটুকুই আর জনবল থাকে। জানাজায় শরিক হওয়া মানুষের তুলনায় এই জনবল কিছুই না। করোনা পরিস্থিতি নিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে তাদের। মানুষ গুরুত্ব দেয়নি। জানাজার মতো ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে শক্তি প্রয়োগ করা যায় না। করলে হিতে বিপরীত হতে পারে বলে প্রশাসন শক্তি প্রয়োগ করেনি।’

জনসমাগম এড়িয়ে সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।



ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ