ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাংবাদিকদের হয়রানির ঘটনায় আসকের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিকদের হয়রানির ঘটনায় আসকের উদ্বেগ

দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি, মারধর ও নানাভাবে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মু. মুস্তাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিয়মের সংবাদ প্রকাশ করার জেরে অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের হুমকি, মারধর ও নানাভাবে হয়রানির অভিযোগ আসছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এসব ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে।’

দ্রুততার সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।


ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়