ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খাদ্য সামগ্রী পৌঁচ্ছে দিচ্ছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাদ্য সামগ্রী পৌঁচ্ছে দিচ্ছে নৌবাহিনী

করোনা মোকাবিলায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করেছে নৌবাহিনী। একইসঙ্গে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন নৌবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খুলনার নৌ অঞ্চলের পক্ষ থেকে ওই হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়।

অন্যদিকে কাপ্তাই এ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের উদ্যোগে দুর্গম পাহাড় ও টিলায় বসবাসকারী স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। 

এছাড়া, ঢাকা, খুলনা ও চট্টগ্রামের দ্বায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নৌবাহিনী নিয়মিতভাবে জীবাণুনাশক ওষুধ ছিটানো, চিকিৎসা সহায়তা, অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।


ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়