ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কৃষিপণ্য পরিবহনে শুক্রবার থেকে ‘লাগেজ ভ্যান’ ট্রেন চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ৩০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষিপণ্য পরিবহনে শুক্রবার থেকে  ‘লাগেজ ভ্যান’ ট্রেন চালু

ফাইল ফটো

কৃষিপণ্য বাজারজাত করার উদ্দেশ্যে ৩ জোড়া বিশেষ  ‘লাগেজ ভ্যান’ চালু হচ্ছে শুক্রবার (১ মে) থেকে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম এই তথ্য জানান।

সরকারের এই কর্মকর্তা বলেন, ‘বলেন, ‘আগামী ৫ মে সাধারণ ছুটি শেষে ট্রেন চলাচল শুরু করা নিয়ে  সভা হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে—অভ্যন্তরীণ রুটে শুক্রবার থেকে তিন জোড়া বিশেষ ট্রেন তিন রুটে চলবে।’ তিনি বলেন,  ‘রুটগুলো হলো—চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং যশোর-ঢাকা-যশোর। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-জামালপুর-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন এই ট্রেন চলাচল করবে। য‌শোর-ঢাকা-যশোর রু‌টে সপ্তাহে দুই দিন চলাচল করবে।

যাত্রীবাহী ট্রেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধই থাকবে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘মালবাহী ট্রেন আগে থেকেই চলছিল। এগুলো অব্যাহত থাকবে। এসব ট্রেন দিয়ে মূলত সরকারের খাদ্যপণ্য ও জ্বালানি তেল পরিবহন করা হয়। আগামীকাল থেকে লাগেজ ভ্যানের মাধ্যমে শাকসবজি ও ফলমূল পরিবহন করা হবে।’

উল্লেখ্য, করোনার শুরুতে গত ২৫ মার্চ সন্ধ্যায় সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।


ঢাকা/হাসান/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়