ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ৩০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

করোনাভাইরাসের দুর্যোগের মধ্যে দেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ‘আম্ফান’ নামে এই ঘূর্ণিঝড় আগামী শনিবার সক্রিয় হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে এখন মৌসুমী স্বাভাবিক লঘুচাপ রয়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ শনিবার থেকে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। কারণ ওই দিন থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আম্ফান সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহসান বৃহস্পতিবার বলেন, ঘূর্ণিঝড়টি এখনো সক্রিয় হয়নি। তবে ২ মে এটি সক্রিয় হতে পারে এবং ৫ মে উপকূলে আঘাত হানতে পারে। তবে যেহেতু এটি এখনো সক্রিয়ই হয়নি সেহেতু এর গতিপথ কী হতে পারে, কোথায় আঘাত হানতে পারে বা সাগরেই এর শক্তি শেষ হয়ে যাবে কিনা- সেই বিষয়ে স্পষ্ট করা যাচ্ছে না।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেব পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও  বজ্রবৃষ্টি হতে পারে। এটি আগামী সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।


ঢাকা/নূর/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়