ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৩০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে তাকে সচিব করা হয়েছে।

আর প্রবাসী কল্যাণের বর্তমান সচিব মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্বপালন করছিলেন।

মো. সেলিম রেজা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকাকালীন পদোন্নতি পেয়ে ওই মন্ত্রণালয়ের সচিব হন।

এদিকে, পৃথক আদেশে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেনকে অবসরে পাঠানো হয়েছে। তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরির আইন অনুযায়ী অবসরোত্তর ছুটিতে পাঠানো হয়েছে তাকে। ছুটি চলাকলে তিনি ১৮ মাসের বেতন সমপরিমাণ অর্থসহ অন্যান্য সুবিধা পাবেন।


ঢাকা/নঈমুদ্দীন/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়