ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘১০০০ অসহায় ক্রীড়াবিদকে সহায়তা দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘১০০০ অসহায় ক্রীড়াবিদকে সহায়তা দেওয়া হবে’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্ত  ১০০০ অসহায় ক্রীড়াবিদকে অর্থ সহায়তা দেওয়া হবে।

বুধবার (৬ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে তিনি এ কথা বলেন।

এর আগে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের কিভাবে সহযোগিতা করা যায় সে লক্ষ্য নির্ধারণের জন্য বৈঠক হয়। বৈঠকে প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের ১০০০ ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষত্রে সম্মানি ভাতার ব্যবস্থা আছে।  ক্রীড়াঙ্গণে কেন নয়? আমরা উদ্যোগ নিয়েছিলাম। অনলাইনে আবেদনও চেয়েছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে, প্রক্রিয়া চূড়ান্তের কাছাকাছি আসার পর স্থগিত করেছি।  ঈদের পর আমরা সহায়তা দিতে পারবো।  ৬৪ জেলাকে চিঠি দিচ্ছি।  করোনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি মাসে ২ হাজার টাকা করে এককালীন ২৪ হাজার টাকা দেওয়া হবে।

 

আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়