ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বায়তুল মোকাররমে সামাজিক দূরত্ব বজায় রেখে জুমার নামাজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ৮ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বায়তুল মোকাররমে সামাজিক দূরত্ব বজায় রেখে জুমার নামাজ

চার সপ্তাহ পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সামাজিক দূরত্ব বজায় রেখে অনেক মুসল্লির উপস্থিতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) জুমার নামাজে ইমামতি করেন পেশ ইমাম মুহিবুল্লাহ হিল বাকী। জুমার নামাজের বয়ানে তিনি স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চার সপ্তাহ ধরে মুসল্লিরা মসজিদে প্রবেশের অনুমতি পাননি। স্বল্প পরিসরে জুমার নামাজ আদায় করা হয়েছিল।

আজ বেলা সাড়ে ১২টায় আজান দেওয়া হয়। এর পর মুসল্লিদের মসজিদে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হয়। গেটে হাত ধোয়া ও জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা করা হয়।

বেলা ১টায় মুহিবুল্লাহ হিল বাকী বাংলায় বয়ান দেন। বয়ানে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এতদিন মুসল্লিদের উপস্থিতিতে জুমার নামাজ হয়নি। আমরা সীমিত পরিসরে জুমার নামাজ আদায় করেছি। এখন সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজের অনুমতি পেয়েছি। আমরা এমন কাজ করব না যে, মসজিদে এসে রোগীর সংখ্যা বেড়ে যায়। এতে মসজিদের বদনাম হয়ে যাবে। কাজেই আমরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে প্রবেশ করব।’

তিনি বলেন, ‘রাসুল (রা.) যেকোনো বিষয়ে সতর্কতা অবলম্বনে বিষয়ে গুরুত্ব দিতেন। কাজেই এই সংকটকালে স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সতর্কতা অবলম্বন করব। একমাত্র আল্লাহই পারেন হেফাজত করতে। তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন।’

জুমার নামাজ শেষে মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের জন্য দোয়া করেন মুহিবুল্লাহ হিল বাকী। তিনি বলেন, ‘নাফরমানির কারণে আল্লাহ এ রোগ দিয়েছেন। আমরা তার দরবারে দুই হাত তুলে মোনাজাত করি এ রোগ থেকে মুক্তির জন্য। তিনিই আমাদের এ রোগ থেকে হেফাজত করবেন।’

 

ঢাকা/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়