ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবিলায় সহযোগিতা চাইলেন আতিকুল

আতিকুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবিলায় সহযোগিতা চাইলেন আতিকুল

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসাবে দায়িত্ব নিয়েই ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় সবার সহযোগিতা চেয়েছেন মো. আতিকুল ইসলাম।

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা। পরে তিনি অনলাইনের ভিডিওকলের মাধ্যমে ব্রিফিংয়ে সবার কাছে সহযোগিতা কামনা করেন।

আতিকুল বলেন, দেশে বর্তমানে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাই যেভাবে একসঙ্গে এগিয়ে এসেছেন ঠিক তেমনিভাবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় আমি সবার সহযোগিতা কামনা করছি। কারণ এই মহামারি মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগের চেয়ে ব্যক্তিগত উদ্যোগ অনেক কার্যকর।

তিনি বলেন, আমি রাজধানীকে আধুনিক এবং সবার নগরী হিসাবে গড়ে তুলতে জনগণকে নিয়ে কাজ করতে চাই।  কারণ সবাই মিলে কাজ করলে ঢাকাকে একটু সুন্দর নগরী হিসাবে গড়ে তুলতে পারবো।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দাদের প্রতি তিন দিনে একদিন জমা পানি ফেলে দেওয়ার আহ্বান জানান মেয়র।

মেয়র পদে আতিকুলের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া প্রমুখ।

 

ঢাকা/ হাসিবুল/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়