ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শর্ত মেনে ঈদের জামাত, উন্মুক্ত স্থানে বড় জমায়েত নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শর্ত মেনে ঈদের জামাত, উন্মুক্ত স্থানে বড় জমায়েত নয়

করোনা পরিস্থিতির অবনতির কারণে সরকারের বর্তমান বিধি বিধান মেনে ঈদুল ফিতরের নামাজ পড়তে হবে।  উন্মুক্ত স্থানে ঈদের বড় জমায়েত পরিহার করে সীমিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ১৭ থেকে ৩০ মে পর্যন্ত আরেক দফা ছুটি ঘোষণা করে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বিশেষ এ নির্দেশনা জারি করা হয়েছে।

ঈদুল ফিতরের জামাতের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে- আসন্ন ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রেও বর্তমান বিদ্যমান বিধি বিধান প্রযোজ্য হবে। উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে।  ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

এদিকে, সরকারের নির্দেশনা জারি হওয়ার পর কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়।  এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা বিকালে বৈঠকে বসবে।  বৈঠকে আলেম ওলামাদের মতামত নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেন, সরকারের নির্দেশনার বিষয়টি নিয়ে আমরা বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দেবো।

 

নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়