ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশকে ভেন্টিলেটর ও পিপিই দিলো সুইডিশ কোম্পানি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাংলাদেশকে ভেন্টিলেটর ও পিপিই দিলো সুইডিশ কোম্পানি

সুইডেনের কোম্পানি এইচঅ্যান্ডএম ৮টি ভেন্টিলেটর ও ১৫০০ পিপিই দিয়েছে বাংলাদেশকে।

বৃহস্পতিবার (১৪ মে) এই চিকিৎসা সামগ্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের নিকট হস্তান্তর করেন এইচঅ্যান্ডএম কোম্পানির প্রতিনিধি বশিরুন নবী খান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা স্লাইটার।

চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী করোনার কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্রয় আদেশ বাতিল না করায় এইচ অ্যান্ড এম কোম্পানিকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে সুইডেনের এই কোম্পানি আদর্শ স্থাপন করেছে এবং অন্যান্য কোম্পনিরও উচিত তাদের মডেল অনুসরণ করা।’

পররাষ্ট্রমন্ত্রী গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডেনের প্রধানমন্ত্রীর টেলিফোনের আলাপের কথা উল্লেখ করে বলেন, ‘উভয় দেশ করোনার প্রভাব মোকাবিলায় একসঙ্গে কাজ করে যেতে চায়।’


হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়