ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গণমাধ্যমকর্মীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গণমাধ্যমকর্মীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স

করোনাভাইরাস সংকটময় সময়ে গণমাধ্যমকর্মীদের হাসপাতালে আনা নেওয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা শুরু করছে অলাভজনক সামাজিক সংগঠন পাথওয়ে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে এ সেবার উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান ও পাথওয়ের উপদেষ্টা কর্নেল (অব.) মীর মোতাহার হাসান।  এ সময় আরও উপস্থিত ছিলেন পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহীন, পরিচালক ইমারত হোসেন ইমু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গণমাধ্যমকর্মীদের হাসপাতালে নেওয়া-আনার জন্য ২৪ ঘণ্টা ৬টি অ‌্যাম্বুলেন্স এর মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।

পাথওয়ের পক্ষ বলা হয়েছে, প্রতিদিনের সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সংবাদকর্মীদের বাইরে অবস্থান করতে হয়।  যার কারণে তারা প্রতিমুর্হর্তে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছেন।

এই দুর্যোগময় সময়ে অসুস্থ গণমাধ্যমকর্মীকে হাসপাতালে নিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়