ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরণ করা হবে করোনা জয়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরণ করা হবে করোনা জয়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের

‘করোনা যুদ্ধে’ জয়ী হয়ে কর্মস্থলে যোগ দিচ্ছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।

এক অনুষ্ঠানের মাধ্যমে এই করোনা জয়ীদের আমাগীকাল শনিবার (১৬ মে) বরণ করে নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া জানান, এই সাহসী যোদ্ধাদের বরণ করে নেওয়ার জন্যে হাসপাতালের বহির্বিভাগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেওয়া হবে।

তিনি বলেন, ‘এই ৪০ জনের মধ্যে অন্তত ২৮ থেকে ৩০ জনই চিকিৎসক। বাকিরা নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মী রয়েছেন’

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মো. শহিদ উল্লাহ বলেন, গতকাল পর্যন্ত ১ হাজার ৫৫৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৯৪ জন চিকিৎসক, ৪০২ জন নার্স ও অন্য স্বাস্থ্যকর্মী ৫৫৯ জন রয়েছেন।

এ পর্যন্ত দেশে ২০ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৯৮ জন। আক্রান্তের হিসেবে প্রতি ১২ জনে একজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।


ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়