ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজধানীতে আড়াই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলো যুবলীগের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৫, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজধানীতে আড়াই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলো যুবলীগের

করোনা সংকটে খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে ২ হাজার ৫শ পরিবারের মধ্যে চাল বিতরণ করেছে যুবলীগ।

শনিবার (১৬ মে) গুলশান, কালাচাঁদপুর স্কুল মাঠে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ, সাধারণ সম্পাদক  মাইনুল হোসেন খাঁন নিখিল ও সাবেক কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর শাখার ৬৫টি ওয়ার্ডে এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি সাব্বির আলম লিটু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন খসরু যুবলীগ নেতা মফিজুর রহমান মিলন, মনিরুল ইসলাম হাওলাদার, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, রাশেদুল হাসান সুপ্তসহ মহানগর যুবলীগের নেতারা।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের পাশে যুবলীগ সব সময় আছে, থাকবে। করোনাভাইরাসের কারণে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। এরই অংশ হিসেবে আজ ঢাকা উত্তরের ৬৫টি ওয়ার্ডে ত্রাণ কমিটির কাছে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করা হয়েছে।



ঢাকা/পারভেজ/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়