ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অর্থনীতি সচল রাখতে বাংলাদেশি পণ্য রপ্তানির সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অর্থনীতি সচল রাখতে বাংলাদেশি পণ্য রপ্তানির সুপারিশ

অর্থনীতির চাকা সচল রাখতে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রেখে বাংলাদেশে তৈরি পণ্য রপ্তানির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (১৭ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান।

এতে কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশ নেন।

বৈঠকে ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসীম সাহস নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করায় এ দিনটিকে ঐতিহাসিক দিন হিসাবে আখ্যায়িত করা হয় এবং প্রধানমন্ত্রীকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বৈঠকে করোনা মহামারিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব সেবা দিয়েছে এবং বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কোন কোন দেশকে কি কি সাহায্য করেছে এবং কোন কোন দেশ থেকে কি সাহায্য পেয়েছে সে বিষয়ে একটি মাল্টিমিডিয়া উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা বিষয়ক সেলের প্রধান ড. খলিলুর রহমান। তিনি তার উপস্থাপনায় বাংলাদেশ থেকে বিদেশিদের ফেরত পাঠানোর ব্যবস্থাসহ বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়ে ব্যাখ্যা দেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান কার্যক্রমের ওপর সপ্তাহে একদিন ব্রিফিং সেশন আয়োজন করার সুপারিশ করা হয়।

বৈঠকে জাপান ও রোমানিয়ায় বাংলাদেশি মিশনে নবনিযুক্ত রাষ্ট্রদূতরা সে দেশে তাদের করণীয় বিষয়ে রূপরেখা উপস্থাপন করেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঢাকা/ আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়